‍‍‍‘ব্যাচেলর ইন ট্রিপ‍‍‍‍’-এ শান্তা পল

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

‍‍‍‘ব্যাচেলর ইন ট্রিপ‍‍‍‍’-এ শান্তা পল

2

বিনোদন ডেস্ক : ‍‍‘ব্যাচেলর ইন ট্রিপ‍‍’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী শান্তা পল। গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ও আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটিতে ইতিমধ্যে বৈচিত্র্যময় কাস্টিংয়ের জন্য আলোচিত হয়েছে। সম্প্রতি আনকাট সার্টিফিকেট পেয়েছে চলচ্চিত্রটি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।

2

 

শান্তা পল জানান, যতটুকু জানতে পেরেছি, পরিচালক নাসিম সাহনিক ভাইয়া মাল্টিকাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন। তার নির্মিত চলচ্চিত্রে গল্পই সবচেয়ে বেশি ফোকাসিংয়ে থাকে। এই চলচ্চিত্রটিও সে রকম।

 

কো-আর্টিস্ট কারা? এমন প্রশ্নের জবাবে শান্তা পল জানান, ‍‍‘এ বিষয়টি এখন সিক্রেটই থাকবে। আমার চরিত্রটি হলো একজন প্রাণোচ্ছল মেয়ের। সে ঘুরতে খুব পছন্দ করে। কিন্তু করোনার সময়ে তার এই ইচ্ছাটা চরমভাবে বাধাগ্রস্ত হয়। ফলে করোনা পরবর্তী সময়ে সে ও তার কিছু ব্যাচেলর বন্ধুদের নিয়ে তিনি বেড়াতে বের হন। মজার বিষয় হচ্ছে, ট্রিপটিতে তিনি এক প্লেবয় শখের গোয়েন্দার প্রেমে পড়ে যান। কিন্তু ছেলেটি সেই মেয়ের ঘনিষ্ঠ বান্ধবীর ক্রাশ হওয়ায় নিজেকে সরিয়ে রাখি।‍‍’

4

 

অভিনেত্রী শান্তা পল এর আগে দক্ষিণ ভারতের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া কলকাতার একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। সেগুলো এখনো শেষ হয়নি।

 

শান্তা জানান, তিনি ধারণা করছেন, ব্যাচেলর ইন ট্রিপই হতে যাচ্ছে তার অভিনীত মুক্তি প্রাপ্ত প্রথম চলচ্চিত্র। জানা গেছে, শান্তা পল মিস এশিয়া প্রতিযোগিতা সম্মাননা পেয়েছেন। তিনি দীর্ঘদিন মডেলিংয়ের সাথে জড়িত।

1

 

7

উল্লেখ্য, চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, রিতু দত্ত, আফফান মিতুল, নাসিম সাহনিক প্রমুখ।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5