প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ-ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি বৃহস্পতিবার একটি উচ্চ-গতির নৌযান উন্মোচন করেছে। যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবিলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
একইদিনে ইরানের স্থল বাহিনী আনুষ্ঠানিকভাবে ভারি, আধা-ভারি এবং অতিরিক্ত ভারি সামরিক সরঞ্জামের একটি নতুন বহর গ্রহণ করেছে। যার মধ্যে কৌশলগত ট্যাংক পরিবাহক, সাঁজোয়া যান এবং উন্নত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে।
একটি বড় প্রতিরক্ষা উন্নয়নের অংশ হিসেবে ইরানের সেনাবাহিনী (NEZAJA) তাদের অস্ত্রভাণ্ডারে ভারি, আধা-ভারি এবং অতিরিক্ত ভারি সামরিক সরঞ্জাম যুক্ত করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি, সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি, স্থল বাহিনীর উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
নতুন অন্তর্ভুক্ত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে- অতিরিক্ত ভারি কৌশলগত ট্যাংক পরিবাহক, চারটি ভিন্ন শ্রেণির সাঁজোয়া যান এবং বিভিন্ন ধরনের ড্রোন।
এই সামরিক সরঞ্জামগুলো ইরানের প্রকৌশলী ও প্রতিরক্ষা উদ্ভাবকদের দ্বারা উন্নত বা আধুনিকায়ন করা হয়েছে। যা দেশটির ক্রমবর্ধমান সামরিক প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতাকে তুলে ধরছে। সূত্র: মেহের নিউজ ও ইরনা




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest