সাংবাদিকতাও আয়নাঘর হয়ে গিয়েছিলো : সিলেটে পিআইবির মহাপরিচালক

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সাংবাদিকতাও আয়নাঘর হয়ে গিয়েছিলো : সিলেটে পিআইবির মহাপরিচালক

3

নিজস্ব প্রতিবেদক : গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা নিজেও একটা আয়নাঘর হয়ে গিয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।

 

1

তিনি বলেছেন, যখন জনগণ শাসক বদলাতে পারে না তখন শাসক জনগণ বদলিয়ে ফেলে। আমাদেরকেও বদলে দিয়েছে। যেখানে দুই আড়াই হাজার কিশোর-তরুণকে হত্যা করা হলো বর্বরভাবে। এখনও আমরা সব গল্প জানি না আয়নাঘরের মতো। আয়নাঘর শুধু এক জায়গায় ছিলো না প্রতিটি জায়গায় ছিলো। আপনার এই শহরেও (সিলেট) ছিলো। ছাত্রলীগের, যুবলীগের আয়নাঘর ছিলো। এমনকি সাংবাদিকতা নিজেও একটা আয়নাঘর হয়ে গিয়েছিলো।

6

 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের ইমজা মিলনাতয়নে বই প্রকাশনী প্রতিষ্ঠান চৈতন্যের উদ্যোগে গণঅভ্যুত্থান ও সংস্কৃতির দ্বিধাদ্বন্দ্ব শীর্ষক আলোচনায় এ কথাগুলো বলেন।

3

 

তিনি বলেন, একটা খবর এসেছে এক সম্পাদক নিজে রিমান্ডে গিয়ে আলেমদের জিজ্ঞাসাবাদ করেছেন। আমি নিজে অনেক ক্রাইম রিপোর্টারদের চিনি যিনি যারা এসে বলতে আজ তো ছিলাম। পরে ক্রসফায়ারে দিয়ে দিয়েছে। এই লোকগুলোর মধ্যে আমরা গত ১৫ বছর মিশেছি। এজন্যই আমাদের এই অবস্থা।

 

চৈতন্যের প্রকাশক রাজীব চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিকর্মী লুবনা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কেন্দ্রীয় সদস্য শামসুল বাসিত শেরো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা রনি, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুল করিম কিম প্রমুখ।

8

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3