দিল্লির মুখ্যমন্ত্রী হলেন মোদির অনুগত রেখা গুপ্তা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

দিল্লির মুখ্যমন্ত্রী হলেন মোদির অনুগত রেখা গুপ্তা

8

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ছবি: সংগৃহীত

7

 

2

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুগত ও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেছেন। বিজেপির মহিলা শাখার জাতীয় সহ-সভাপতি রেখা এর আগে দিল্লিতে দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

শপথের পর তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দিল্লির উন্নয়নের সংকল্প নিয়ে আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এটা শুধু দায়িত্ব নয়, দিল্লিবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণের সুযোগ।

8

 

তিনি বলেন, আমরা আধুনিক অবকাঠামো, চমৎকার স্বাস্থ্যসেবা, চমৎকার শিক্ষা এবং নতুন কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দিল্লিকে শক্তিশালী করব।

 

গত ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনে দিল্লির শালিমার বাগ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন গুপ্তা। মোদির দল ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টি আসনে জয়লাভ করেছে। এই সংখ্যা মোদির কট্টর সমালোচক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরোধী আম আদমি পার্টির চেয়ে দ্বিগুণেরও বেশি।

6

 

গত বছরের সাধারণ নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এই জয় হিন্দু-জাতীয়তাবাদী মোদির জন্য জন্য একটি ‘উত্সাহ’ ছিল।

 

বিশ্বের অন্যতম দূষিত পানিপথ দিল্লির যমুনা নদী। এই নদী পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির জয় এসেছে। যমুনা বিশেষত নয়াদিল্লির ভাটিতে অবস্থিত, যেখানে শহরের প্রায় ৬০ শতাংশ বর্জ্য ফেলা হয়। সেই সঙ্গে নদীটি ভারতের রাজধানীতে প্রয়োজনের অর্ধেকেরও বেশি পানি সরবরাহ করে। তাদের আরেকটি প্রতিশ্রুতি ছিল দিল্লির বায়ু দূষণ মোকাবেলা করা। এই শহরে শীতকালে বায়ুদূষণ বিপজ্জনক স্তরে বেড়ে যায়।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7