প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : “তারুণ্যের উৎসব-২০২৫” ছ্ত্রা-ছাত্রী ও অভিবাবকদের নিয়ে “সাইবার নিরাপত্তা” শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার “ কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেট অনুষ্ঠিত হয়। সেমিনারে সচেতনতামুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি সুবর্ণা সরকার বলেন, সাইবার বুলিং, ফেসবুক/ইমেইল হ্যাকিং,ফিশিং,স্পুফিং এবং অনলাইনের মাধ্যমে বিকাশ, নগদ ও অন্যান্য এ্যাপস এর মাধ্যমে প্রতারনা করে টাকা হ্যাক করে নিয়ে যাওয়া বিষয়ে তিনি বিশদ আলোচনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান বলেন, দিনে দিনে সাইবার অপরাধ বেড়ে চলছে, সকলে স্মার্ট ফোন ব্যবহার করছে, মোবাইল ফোনে ফেসবুক ও ইমেইল অটো লগইন করে রাখছে যার ফলে কখনো মোবাইল হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার পর যার নিকট মোবাইলটি চলে যায় সে সহজে মোবাইলে প্রবেশ করে পারসোনাল ছবি সহ অন্যান্য তথ্যাদি সংগ্রহ করতে পারে, ব্লাক মেইলের শিকার করতে পারে।তাই সবর্দা ফেসবুক লগইন না করে রাখার অনুরোধ করেন এবং যদি কোন সময় মোবাইল হারিয়ে বা চুরি হয়ে যায় তবে সাথে সাথে থানায় জিডি করা এবং অন্য মোবাইল বা কম্পিউটার দিয়ে প্রবেশ করে ফেসবুক লগ আউট করে দেয়ার পরামর্শ দেন।
সিলেট জেলায় আজ অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব সমাবেশ যেখানে যুব সমাজের উদ্যম, প্রযুক্তি সচেতনতা এবং সামাজিক অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনব্যাপী এই যুব সমাবেশে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার, প্রোগ্রামিং দক্ষতা প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের জন্য একটি অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করা হয়।
যুব সমাবেশ, উৎসবের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ, যেখানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা এবং সমাজসেবী সংগঠনের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় তারুণ্যের ভূমিকা, ডিজিটাল বাংলাদেশ গঠনে তরুণদের অবদান এবং প্রযুক্তির সদ্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রোগ্রামিং প্রতিযোগিতা, “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষ্যে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর স্কুল শাখার প্রোগ্রামিং দল। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় একই প্রতিষ্ঠানের কলেজ শাখার প্রোগ্রামিং দল।
সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার,বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত হয় বিশেষ সেমিনার। এ সেমিনারে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার জনাব এ কে এম ফখরুল হাসান তথ্যচিত্রের মাধমে সাইবার ঝুঁকি, হ্যাকিং প্রতিরোধ এবং অনলাইন নিরাপত্তার কৌশল নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে করণীয় বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠান,”তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ও উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট সুবর্ণা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজির, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট জি এম ফারুক। প্রধান অতিথি সুবর্ণা সরকার আর বলনে তরুণদের প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নে ও সাইবার বুলিং এর ব্যপারে সতর্কতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া, অংশগ্রহণকারীদের সনদ প্রদান এবং বিশেষ অর্জনের জন্য পুরস্কার বিতরণ করা হয়।
“তারুণ্যের উৎসব ২০২৫” তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা নিজেদের দক্ষতা বিকাশ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে পারবে। আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest