সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে…..উপ-মহাপরিচালক জিয়াউল হাসান

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে…..উপ-মহাপরিচালক জিয়াউল হাসান

নিউজ ডেস্ক :: সিলেট রেঞ্জের ৪টি জেলার ৪১ টি উপজেলায় শুরু হয়েছে তৃতীয় ধাপে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ।

 

(১৬ই ফেব্রুয়ারি) রোববার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উ‌দ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদেরকে শুভকামনা ও শুভেচ্ছা জানান। সকল প্রশিক্ষণার্থী যেন সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য সবাইকে আহবান জানান।

 

তিনি প্রশিক্ষণার্থীদেরকে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য জনকল্যাণ মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্ভুদ্ধ করেন।

 

উপমহাপরিচালক সকল প্রশিক্ষণার্থীদেরকে আনসার ও ভিডিপি ক্লাব সমিতির মাধ্যমে নিজস্ব অঞ্চলভিত্তিক সামষ্টিক উদ্যোগ গ্রহণে করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রেরণা দেন। বাহিনী ও দেশের কল্যাণে নিবেদিত সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সবাইকে উদ্ভুদ্ধ করেন। প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সবাইকে উৎসাহ প্রদান করেন।

 

এ সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন বিশেষ করে নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক অপরাধ নির্মুলের জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি সচেতন থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেন, উপজেলা আনসার ও ভি‌ডি‌পি কর্মকর্তা মো. শরীফ উ‌দ্দিন, উপ‌জেলা প্রশি‌ক্ষিকা, উপ‌জেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও ইউ‌নিয়ন আনসার কমান্ডার।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন