প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : আবারো আলোচনায় আসলেন ইলন মাস্ক। এবার ১৩ তম সন্তানের জনক হলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ক্যাম্পেইনে অংশ নেওয়া এক ইনফ্লুয়েন্সারের সন্তানের পিতা হয়েছেন তিনি। তবে সেটা সাম্প্রতিক কোনো ঘটনা নয়। পাঁচ মাস আগের কথা। প্রথমে বিষয়টি চেপে গেলেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে গোপনীয়তা ভেঙে মাস্ক এবার সন্তানের কথা জানালেন বিশ্ববাসীকে।
হিন্দুস্তান টাইমস জানায়, এ বিলিয়নিয়ার সম্প্রতি এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এবং অ্যাশলে সেইন্ট ক্লেইর দীর্ঘদিন ধরে সন্তান জন্মের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছেন।
শুক্রবার, ২৬ বছর বয়সী অ্যাশলে অনাকাঙ্খিত এ ঘোষণা দেন। তার মুখপাত্র ব্রায়ান গ্লিকলিচ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন উভয়পক্ষ একত্রে অভিভাবকত্বের বিষয়ে সম্মত হয়েছেন।
গ্লিকলিচ আরও বলেন, দুইপক্ষই বিষয়টি গোপন রাখতে চাইলেও একটি ট্যাবলয়েড পত্রিকার রিপোর্টার অনবরত অ্যাশলেকে এ সব বিষয়ে প্রশ্ন করতে থাকলে তা আর গোপনীয় রাখা সম্ভব হয়নি।
মাস্কের বর্তমান বয়স ৫২ বছর। তার ১২ টি সন্তান রয়েছে। তিনটি স্ত্রী রয়েছে মাস্কের। প্রথম স্ত্রী জাস্টিনের রয়েছে ৫ টি সন্তান। দ্বিতীয় স্ত্রীর কাছে থেকে তার ৩ টি সন্তান রয়েছে। তৃতীয় স্ত্রীর কাছে তার চারটি সন্তান রয়েছে।
যদিও মাস্কের প্রাক্তন স্ত্রী বা সন্তানরা এবিষয়ে কোনও মন্তব্য করেননি। তারা মনে করেন এটি মাস্কের ব্যক্তিগত বিষয়। সেখানে তারা হস্তক্ষেপ করবেন না। তার প্রতিষ্ঠানে বহু মহিলা কাজ করেন। তাদের সঙ্গে মাস্কের কী সম্পর্ক তা নিয়ে তারা মাথা ঘামাতে চান না। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছে। সকলেই জানতে চাইছেন মাস্কের ১৩ তম সন্তান সম্পর্কে। কে সত্যি কথা বলছেন সেটা বোঝাই এখন দায়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest