প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ বাণিজ্য মেলায় ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবং প্রশাসন কর্তৃক নির্ধারিত ১৪ ফেব্রুয়ারির মধ্যে মেলার কার্যক্রম শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) বাদ জুম’আ সুনামগঞ্জের পৌর শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন তাওহীদী জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ষোলঘর একটি আবাসিক এলাকা, এখানে স্কুল-মাদ্রাসা-মসজিদ রয়েছে। এখানে কোনোভাবেই বাণিজ্য মেলা কাম্য নয়। তবু জূড়পূর্বক মেলা করা হয়েছে। বর্তমানে মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, মাইক ও উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোয় আশপাশে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছে। এছাড়াও সড়কে জ্যাম লাগে, চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এলাকার পরিবেশও বিনষ্ট হচ্ছে।
তারা বলেন, এই বাণিজ্য মেলার কারণে ষোলঘর, আলীপাড়া, বনানীপাড়া, বলাকা, বিলপাড়, মোহাম্মদপুরসহ আশপাশ এলাকার বাসিন্দারা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আওয়ামী লীগের দোর ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের মামলার আসামী যুবলীগ ক্যাডার কিভাবে মেলা করার সাহস পেয়েছে?। এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরা কিভাবে সুনামগঞ্জে বুক ফুলিয়ে হাটে, অবাদে মেলামেশা ও অশ্লীল কার্যকলাপের জন্য কারা গডফাদারগিরি করে এটা আমরা সুনামগঞ্জবাসী মেনে নিতে পারি না। আমরা শুরু থেকে মেলার বিরুদ্ধে আন্দোলন করে আসছি তবুও সুনামগঞ্জ জেলা প্রশাসক আমাদের দাবিকে তোয়াক্কা না করে মেলার অনুমোদন দিয়েছেন। এলাকার হাজার হাজার মানুষের দাবি তিনি রাখেন নি। আজ ১৪ ফেব্রুয়ারি মেলার মেয়াদ শেষ, আমরা আবারও দাবি নিয়ে দাড়িয়েছি আজ যেনো মেলা বন্ধ করা হয়, আর একদিনও মেলার সময় বাড়ানো হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিবো, হবে ট্রাফিক পয়েন্ট থেকে লং মার্চ টু মেলা।
মানববন্ধনে বিশিষ্ট আলেম মাওলানা মুফতি আব্দুল হকের সভাপতিত্বে ও মাওলানা আরিফ রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, শহরের পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, কাজির পয়েন্ট মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, ষোলঘর শাহ আছদ আলী পীর হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, আলহেরা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী হাফিজ ত্বাহা হোসাইন, ব্যবসায়ী মাহবুব খান, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ, ষোলঘরের বাসিন্দা লুৎফুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন আহমদ, মাওলানা সুলাইমান জাবেরি, মাওলানা নাসরুজ্জমান ও শহিদুল ইসলাম প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest