প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বিমানবন্দরে অবতরণের পর একটি বাণিজ্যিক বিমানের সঙ্গে অন্য আরেকটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে বিমানটির ভেতরে একজন যাত্রী আটকা পড়েন এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি জেট বিমান সেখানে দাঁড়িয়ে থাকা জরুরি যানবাহনসহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয়।
ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)-এর একজন মুখপাত্র বলেন, ‘অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫ এ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং গালফস্ট্রিম ২০০ ব্যবসায়িক জেটকে ধাক্কা দেয়।’
তিনি বলেন, ‘আমরা জানি না কতজন আরোহী ছিলেন। এফএএ বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ‘
স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ডেভ ফোলিও বলেন, একজনকে উদ্ধার করার জন্য ইউনিটগুলো রানওয়েতে ছিল।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একজন হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মারা গেছেন। দুজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।’
এর আগে গত সপ্তাহে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান আলাস্কার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। পরে তদের সবার মৃত্যুর খবর পাওয়া যায়। এর আগে গত ৩০ জানুয়ারি ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আকাশে সংঘর্ষে উভয় বিমানের মোট ৬৭ জন আরোহী মারা যান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest