যে কৌশলে আনা হল স্বর্ণের বড় চালান!

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

যে কৌশলে আনা হল স্বর্ণের বড় চালান!

7

নিউজ ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও জব্দ হলো বিপুল পরিমাণ স্বর্ণ। স্বর্ণ চোরাচালানে এবার ব্যবহার করা হয়েছে ভিন্ন পন্থা। চার্জার লাইট, চার্জার ফ্যানের ভেতর অভিনব কৌশলে সিলেটে আনা হল স্বর্ণের চালান। চোরাচালানে সাথে ধরা পড়েছে এই চক্রের দুই সদস্যও। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা ফ্লাইটে দুই যাত্রীর কাছ থেকে সাড়ে সতেরো কেজি স্বর্ণের বড় এই চালানটি আটক করেছে সরকারি গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস। জব্দ করা স্বর্নের বাজার মূল্য ২১ কোটি টাকা বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ফ্লাইটে অবৈধ স্বর্নের চালান আসছে গোপন সূত্রে এমন তথ্য পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এই তথ্যের ভিত্তিতে বিমাবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়। সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি-২৫২। বিমানবন্দরের লাগেজ স্ক্যানিং সহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বের হওয়ার সময় দুই যাত্রীকে চ্যালেঞ্জ করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।

 

6

পরে তাদের তল্লাশি করে ২টি চার্জার লাইট, ২টি চার্জার ফ্যান ও ব্যাটারির ভিতরে পাওয়া যায় স্বর্ণের বার ও চাকতি।

 

আটক যাত্রী সাইদ আহমেদের দাবি, ইলেকট্রনিক ডিভাইস গুলো অন্য যাত্রীর। এগুলো সিলেটের একজনের কাছে দিতে বলা হয়েছে। তাদের সাথে প্রতারণা করা হয়েছে। দেশে আসার সময় টিকিট কাটার সময় এক ব্যক্তি তাদের ফ্রি টিটিক দেওয়ার বিনিময়ে রিসিট সহ ৫০০ গ্রাম স্বর্ণ আনতে বলে। পরে টিকিট দিয়ে বলে স্বর্ণ নিতে হবে না। টিকিটের টাকা দিতে হবে। শুধু তাদের এই জিনিসগুলো নিতে হবে। এর ভিতরে কি আছে আমরা জানতাম না।

 

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেটের কমিশনার তাসনিমুর রহমান জানান জানান, এসব ডিভাইসের ভেতরে বিশেষ প্রলেপ দেওয়া অবস্থায় ১২০ টি স্বর্নের বার ও চারটি গোল চাকতিতে পেস্ট করা স্বর্ন পাওয়া যায়। বিশেষ প্রলেপ থাকায়, স্বর্ণগুলো ধরা পড়েনি স্ক্যানিং মেশিনে।

7

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, কর্মকর্তাদের তৎপরতার কারণে সিলেটে বড় বড় স্বর্ণের চালান জব্দ হচ্ছে। তাদের তৎপরতার কারণে প্রায়ই চালান জব্দ করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্নের বাজার মূল্য ২১ কোটি টাকা। আটক দুই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

6

 

4

এর আগে ২০২৩ সালে ৪৩ কেজি ও ২০২৪ সালে ২৩ কেজি স্বর্ণের চালান আটক হয়েছে এই বিমানবন্দরের।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8