মাজার জিয়ারতে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলেসহ ৪ জনের

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

মাজার জিয়ারতে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলেসহ ৪ জনের

নিউজ ডেস্ক : ঢাকার ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। রোববার ভোরে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উনিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ঢাকার ডেমরার আশুলিয়া এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা সোহেল ভূঁইয়া (৩৮)। তারা ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 

জানা যায়, রোববার সকালে ডেমরা থেকে সিলেটের মাজার জিয়ারতে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ দাস গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও বাকি দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন