প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল বছরজুড়েই ব্যস্ততার মধ্যে থাকেন। আর যদি বিশেষ দিন হয়, তবে তো কোথাই নেই। একের পর একে নাটকের শুটিংয়ে নিজেকে জড়িয়ে রাখেন অভিনেত্রী। আসছে আগামী ভালোবাসা দিবসে কেয়া পায়েলের তিনটি নাটক। সবকটি নাটকই তার কাছে বিশেষ কিছু। দর্শকরা তা পছন্দ করবেন বলেও আশাবাদী কেয়া।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একাধিক নাটক নিয়ে আসছেন কেয়া পায়েল। সম্প্রতি গণমাধ্যমে সে কথাই জানালেন অভিনেত্রী।
বর্তমানে শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে। আর স্পটে থাকা শিল্পীরা তাদের গোপনীয়তা হারাচ্ছেন।—এমন প্রশ্নের উত্তরে বিষয়টি নিয়ে নিজেও সোচ্চার বলে জানান কেয়া পায়েল।
অভিনেত্রী বলেন, এটা খুবই বিরক্তিকর। দেখা যায় শুটিং চলছে, সেখানে শুটিং করছি বা রিহার্সেল করছি। আমি নিজেই জানি না, সেসব ভিডিও ধারণ করে কেউ কেউ ফেসবুকে পোস্ট করছেন। এটি নিয়ে আমি শুটিংয়ে সোচ্চার।
গোপনে ভিডিও ধারণকারীর উদ্দেশে কেয়া পায়েল বলেন, অ্যাটলিস্ট অনুমতি নিয়ে ছবি তোলা বা ভিডিও করা উচিত। সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুটিং শেষে নিজের মতো করে একটু বসে আছি কিংবা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করছে। সেই সময় ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, তখনই বলতে হয়— প্লিজ ভিডিও কইরেন না। এভাবে ভিডিও করাকে আমার কাছে বিরক্ত মনে হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest