প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫
নিউজ ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে চলন্ত দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘন কুয়াশায় ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাফুর হাসান (২০) ট্রাকের হেলপার। সে যশোর সদরের জেলা রোড এলাকার মাসুদ রানার ছেলে।
শুক্রবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাজার বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হেলপারের লাশ উদ্ধার করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, নাটোর থেকে মাছবাহী ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিলো। ঘন কুয়াশার মধ্যে অপরদিক থেকে আসা বালুবাহী ট্রাক অসতর্ক অবস্থায় ওভারটেক চেষ্টা করছিল। এসময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন মাছবাহী ট্রাকের হেলপার।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest