কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না- ঊর্মি রায়

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না- ঊর্মি রায়

 

নিজস্ব প্রতিবেদক : উপজেলা আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা ঊর্মি রায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আপনারা অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিরপরাধ ব্যক্তিরা যেন শাস্তি না পায়, সে বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ।

ঊর্মি রায়

 

বুধবার (২৯ জানুয়ারি) উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আলীম উল্লাহ খান, দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তোবারক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, আশরাফুল ইসলাম ইমরান প্রমুখ।

 

সভায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে পরিবহনের বিরুদ্ধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই দিন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মাসিক সভাও অনুষ্ঠিত হয়েছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন