সরকারে থেকে রাজনৈতিক দলে থাকবো না : উপদেষ্টা নাহিদ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

সরকারে থেকে রাজনৈতিক দলে থাকবো না : উপদেষ্টা নাহিদ

নিউজ ডেস্ক : রাজনীতির মাঠে চর্চিত বিষয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এ বিষয়ে একটি জাতীয় দৈনিক দাবি করেছে, ‘পদত্যাগ করতে চলেছেন উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ’। এছাড়া ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে তাদের দল আত্মপ্রকাশ করবে বলে জানানো হয় ওই প্রতিবেদন।

 

এসব বিষয়ে অবশেষে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা দেবেন।

 

ওই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।

 

তিনি বলেন, ‍‍`এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার বা আসিফের জায়গা থেকে হয়নি। আমরা সরকারের কার্যক্রম করছি।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন