দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, প্রাণে বাঁচলেন ১৭৬ আরোহী

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, প্রাণে বাঁচলেন ১৭৬ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসানের একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে, যখন বিমানটি হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করতে প্রস্তুত ছিল।

 

বিমানটিতে মোট ১৭৬ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১৬৯ জন যাত্রী এবং ৭ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে, তবে তিনজন সামান্য আহত হয়েছেন।

 

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

 

এটি গত মাসে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ায় আসা জেজু এয়ারের দুর্ঘটনার পর দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় ১৭৯ জন প্রাণ হারিয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন