ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০

3

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় (উৎসব) পবিত্র স্নান করতে গিয়ে পদদলিত হয়ে নিহত বেড়ে ৪০ দাঁড়িয়েছে। পুলিশের তিনটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

3

 

প্রতিবেদনে বলা হয়েছে, পদদলিত হওয়ার ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও স্থানীয় সরকারের পক্ষ থেকে হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে হতাহত আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

 

জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদীর তীরে জড়ো হন লাখ লাখ মানুষ। প্রচণ্ড ভিড়ে সামনে এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে পায়ের নিচে চাপা পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

 

8

ঘটনার ব্যাপারে রয়টার্সে বলা হয়, ভোরের আলো ফোটার আগেই লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে মহাকুম্ভ মেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নান করতে জড়ো হন সেখানে। এ সময় মানুষের প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলিতে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন পূণ্যার্থীরা। সেই ভিড়ের মধ্যে চাপা পড়েন অনেকে।

 

এর আগে হিন্দুস্তান টাইমসকে জানায়, কমপক্ষে ১৫টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক।

1

 

পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে মানুষের জামাকাপড়, জুতা, কম্বল ও ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং মানুষ বাঁচার জন্য ছোটাছুটির চেষ্টা করছে।

6

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7