প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সিলেট সদর উপজেলা প্রশাসন ও সিলেট সদর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে অদ্য ২৯ জানুয়ারি, ২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্ত:স্কুল ও মাদ্রাসা এবং আন্ত: কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
সিলেট সদর উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার এর পরিচালনায় উক্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ,
কলেজ পর্যায়ে প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হলো “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ” এবং আন্ত:স্কুল ও মাদ্রাসার মূল বিষয়বস্তু “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে এ ব্যাপারে সতর্ক হতে হবে। যার যার অবস্থান হতে এগিয়ে আসতে হবে। ভোগান্তিটা জনগণেরই। তাই জনগণকেই এ বিষয়ে সচেতন হয়ে ডেঙ্গু মোকাবিলা করতে হবে আমরা মনে করি।
উক্ত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ রানার্সআপ হয়। আন্ত:স্কুল ও মাদ্রাসা পর্যায়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান এবং সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয় রানার্সআপ ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালনে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা প্রকৌশলী মো: হাসানুজ্জামান, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, সিলেট জেলা কো-অর্ডিনেটর ব্রাক, অনিক আহমদ অপু, এবং প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট, জাবির আহমদ নোমান।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest