প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ২২হাজার ৫৫৫জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবহন ও আশ্রয় দিয়ে যে কেউ অবৈধ প্রবেশে সহায়তা করছে তাকে সর্বোচ্চ ১৫বছরের কারাদণ্ড, ১০লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। একইসাথে যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।
একটি সরকারি প্রতিবেদন অনুসারে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১৪হাজার ২৬০জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার জন্য ৪হাজার ৯৫৪জন এবং শ্রম-সম্পর্কিত বিষয়ের জন্য আরও ৩হাজার ৩৪১জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে যে অবৈধভাবে সৌদিতে প্রবেশে গ্রেপ্তার ১হাজার ৭০০জনের মধ্যে ৫৬শতাংশ ইথিওপিয়ান, ৪২শতাংশ ইয়েমেনি এবং ২শতাংশ অন্যান্য জাতীয়তার।
এসপিএ জানিয়েছে, প্রতিবেশী দেশগুলিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৮১জনকে ধরা হয়েছে এবং লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার জন্য ২৪জনকে আটক করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest