প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের উত্তর-পূর্বাঞ্চলের সর্বশেষ স্টেশন সুনামগঞ্জের ছাতক। করোনা মহামারির সময় বন্ধ হওয়া রেললাইনটি পরবর্তীতে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এতে গত চার বছর ধরে এ লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে সিলেট-ছাতক রেলের হুইসল ফের বাজতে যাচ্ছে। আসছে ফেব্রুয়ারি থেকে ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে পুনরায় এ রুটে রেল চলাচলের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, এ রুটটি চালুর জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে। ফেব্রুয়ারিতে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। লাইন মেরামত শেষে পুনরায় ছাতকগামী ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ে সূত্র জানায়, করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চে সিলেট-ছাতক রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ছাতক রুটের ট্রেন বন্ধ রয়েছে। এর মধ্যে ২০২২ সালে ভয়াবহ বন্যায় ৩৪ কিলোমিটার রেললাইনের ১২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর রেললাইন মেরামত নিয়ে শুরু হয় গড়িমসি। গত আওয়ামী লীগ সরকারের আমলে রেললাইনটি মেরামতের জন্য একনেকে প্রস্তাবনা পাস হলেও কাজ শুরু হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিলেট-ছাতক রেললাইন সংস্কার করে ফের ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ৩ জানুয়ারি রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন ছাতক বাজার রেলওয়ে স্টেশন পরির্দশন করেন। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, সিলেট-ছাতক রুটে চলাচলকারী ট্রেনে শুধু যাত্রী সেবাই দেওয়া হতো না। স্থানীয় কৃষি ও শিল্পে এ রেললাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাতক থেকে ট্রেনে করে একসময় বালু, পাথর, চুনাপাথর, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটিও ছিল ছাতকে। এ ছাড়া ছাতক ও দোয়ারাবাজারসহ আশপাশের উপজেলাগুলোতে উৎপাদিত শাকসবজি, কমলালেবু, লিচু ও তেজপাতাসহ বিভিন্ন কৃষিপণ্য ট্রেনে করে ব্যবসায়ীরা সিলেট নিয়ে আসতেন। কিন্তু দীর্ঘদিন থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসায়ীদের বাড়তি ভাড়ায় এসব পণ্য গাড়িতে করে সিলেটে আনতে হচ্ছে। এ বিষয়ে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল জানান, সিলেট-ছাতক ট্রেন লাইন বন্ধ থাকায় যাত্রীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। যেখানে আগে মাত্র ১২ টাকার টিকিটে ছাতক থেকে সিলেট পর্যন্ত যাত্রীরা যাতায়াত করেছেন সেখানে এখন ৮০-১২০ টাকা পর্যন্ত গাড়ি ভাড়া গুনতে হয়। আর দুর্ঘটনা তো আছেই। ছাতকের মানুষের দাবি, দ্রুত সংস্কার কাজ শেষ করে ফের সিলেট-ছাতক ট্রেন চলাচল শুরু করা হোক।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest