প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো। প্রতিদ্বন্দ্বিতাহীন এ নির্বাচনে জয়লাভ করে সপ্তম মেয়াদে ক্ষমতায় যাচ্ছেন তিনি। ফলে তার তিন দশকের কর্তৃত্ববাদী শাসনকাল আরও বাড়ছে। রোববার (২৬ জানুয়ারি) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এএফপির খবরে বলা হয়েছে, ৭০ বছর বয়সী লুকাশেঙ্কো ১৯৯৪ সালে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হন। এরপর থেকেই তিনি বেলারুশে ক্ষমতায় আছেন। ২০২০ সালে বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন দেশব্যাপী বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হয়। নির্বাচনে লুকাশেঙ্কোর জয়ের পর বেলারুশে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। এ সময় গণবিক্ষোভ কঠোরভাবে দমন করেন তিনি। বিরোধী দল এবং পশ্চিমারা লুকাশেঙ্কো ভোটে কারচুপি করেছেন বলে অভিযোগ করেন। এরপর বেলারুশে এটি প্রথম কোনো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। লুকাশেঙ্কো বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালান। ১ হাজারেরও বেশি মানুষ এখনো কারাগারে আছেন এবং হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
গত শুক্রবার ভোটের আগে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে লুকাশেঙ্কো ২০২০ সালের বিক্ষোভ দমনকে ভ্যাকসিনের সঙ্গে তুলনা করেছেন। এমন বিক্ষোভ যেন দ্বিতীয়বার না ঘটে তার জন্য তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান।
বেলারুশ ১৯৯৯ সাল থেকেই রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগী। ২০২২ সালে শুরু ইউক্রেন যুদ্ধে দুই দেশের বন্ধুত্ব আরও বাড়ে। গত বছর মস্কো ও মিনস্ক একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইউরোপজুড়ে চাপে রাখার স্বার্থেই এ চুক্তি করা হয়। এই চুক্তি অনুযায়ী ২০২৫ সাল নাগাদ বেলারুশে রাশিয়ান ওরেশনিক মিজাইল বসানো হবে। এগুলো হাইপারসনিক এবং প্রচণ্ড ক্ষমতাশালী আধুনিক মারণাস্ত্র।
রোববার এক কনফারেন্সে লুকাশেঙ্কো আরও বলেন, যেকোনো দিন বেলারুশের মাটিতে অরেশনিক মিজাইল বসানো হবে। তিনি এসময় আরও বলেন, একটি ওরেশনিকই বেলারুশের প্রতিরক্ষায় যথেষ্ঠ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest