প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের বোলু পর্বতমালার একটি স্কি রিসোর্টে আগুনের ঘটনায় নিহত বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। মাঝরাতে আগুন লাগার পর হোটেলের অতিথিরা আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়েন।
স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানান, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় ৫১ জন আহত হয়েছেন।
টিভি ফুটেজে দেখা গেছে, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।
বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর ৩:৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, কাঠের তৈরি রিসোর্টে সে সময় ২৩৪ জন অতিথি ছিলেন।
তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে হোটেলের একজন অতিথি বলেন, আগুন থেকে বাঁচার জন্য লোকজন জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ছাদে দু’জন নারীকে দেখা যায়। আগুন কাছাকাছি আসায় তারা সেখান থেকে লাফিয়ে পড়েন।
প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest