প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
স্পোর্টস ডেস্ক : খেলাধুলায় পেশাদারিত্ব আসার পর থেকেই লাইফ স্টাইল পাল্টে গেছে ক্রীড়াবিদদের। মাঠে পারফর্ম করে অনেকেই হয়ে গেছেন তারকা থেকে মহাতারকা। হয়েছেন বিলাসবহুল গাড়ি, বাড়িসহ কোটি কোটি টাকার মালিক।
আজ আমরা জানব বিশ্বের এমন পাঁচজন ধনী ফুটবলার সম্পর্কে, মাঠের পারফরম্যান্স যাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা মাঠের পারফরম্যান্সে হয়েছেন বিশ্বসেরা।
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বসের তথ্যমতে, ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৩ সালের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার ছিলেন। তিনি সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে বছরে ২০০ মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হন। সেই তুলনায় নারী ক্রীড়াবিদদের পারিশ্রমিক যতসামান্য!
তারপরও নারী ক্রীড়াবিদদের মধ্যে যারা বছরে সর্বোচ্চ বেতন পেয়ে বিশ্বের নজরে পড়েছেন তাদের মধ্যে আছেন- অ্যালেক্স মরগান, অ্যালেক্সিয়া পুটেলাস, ট্রিনিটি রডম্যান, ক্রিস্টাল ডান ও সোফিয়া স্মিথ।
অ্যালেক্স মরগান
নারী ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা তারকা হলেন অ্যালেক্স মরগান। গতি, দক্ষতা এবং গোল করার সক্ষমতার জন্য বিশ্বে দুর্দান্ত ফরোয়ার্ড হিসেবে পরিচিতি। বিশ্বকাপ জয়সহ মার্কিন যুক্তরাষ্ট্রের নারী দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যালেক্স মরগান। উপার্জনের দিক থেকে সর্বোচ্চ বেতনের পাওয়া নারী ফুটবলার হলেন অ্যালেক্স মরগান।
যুক্তরাষ্ট্রের এই নারী ফুটবলার প্রতি বছরে বেতন থেকে আয় করেন ০.৮ মিলিয়ন মার্কিন ডলার। জার্মানির অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্তার ২০২৩ সালের রিপোর্ট অনুসারে মর্গানের বছরে আয় ৭.১ মিলিয়ন ডলার।
অ্যালেক্সিয়া পুটেলাস
নারী ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ আয় করা দ্বিতীয় তারকা হলেন অ্যালেক্সিয়া পুটেলাস। স্প্যানিশ এই তারকা দুইবার ব্যালন ডি’অর জিতেন। ২০২৩ সালের এক হিসেবে আয়ের দিক থেকে অ্যালেক্সিয়া পুটেলাস ছাড়িয়ে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার মেগান রাপিনোকে।
বছরে পুটেলাসের আয় ৪ মিলিয়ন ডলার। তিনি দক্ষ মিডফিল্ডার হিসেবে পরিচিতি। বার্সেলোনার হয়ে একাধিক শিরোপা জিতেছেন, দুইবার ফিফা ব্যালন ডি’অর জিতেন।
ট্রিনিটি রডম্যান
নারী ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ বেতন পাওয়া তৃতীয় ফুটবলার হলেন ট্রিটিটি রডম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াবিদের বছরে আয় ২.৩ মিলিয়ন ডলার। তিনি বাস্কেটবলের কিংবদন্তি ডেনিস রডম্যানের কন্যা। ট্রিনিটি একজন গতিশীল ফরোয়ার্ড হিসেবে পরিচিত। তার গতি, সৃজনশীলতা এবং গোল করার দক্ষতা তাকে দ্রুত নারী ফুটবলের উদীয়মান তারকায় পরিণত করেছে।
ক্রিস্টাল ডান
একাধিক পজিশনে খেলতে সক্ষম এমন একজন বহুমুখী প্রতিভাবান খেলোয়াড় হলেন ক্রিস্টাল ডান। যুক্তরাষ্ট্রের এই তারকা জাতীয় দল ও ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রশংসা কুড়িয়েছেন। বছরে তার আয় ২ মিলিয়ন মার্কিন ডলার।
সোফিয়া স্মিথ
সোফিয়া স্মিথও যুক্তরাষ্ট্রের একজন নারী ফুটবলার। বছরে তার আয় ২ মিলিয়ন মার্কিন ডলার। একজন তরুণ এবং প্রতিভাবান ফরোয়ার্ড হিসেবে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তিনি উইমেন্স ন্যাশনাল টিমের একজন স্ট্যান্ডআউট খেলোয়াড় উঠেছেন। তার গতি, প্রযুক্তিগত দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে নারী ফুটবলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল প্রতিভাদের একজন করে তুলেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest