অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

4

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) ইসরায়েল ঘোষণা করেছে যে, গাজার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি স্থানীয় সময় ১১টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে। প্রথমে এটি সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল, তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এটি প্রায় তিন ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

 

8

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায় যে, ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছেন।

 

যুদ্ধবিরতি বিলম্বের কারণ হিসেবে নেতানিয়াহুর কার্যালয় জানায়, মুক্তি পেতে যাওয়া বন্দিদের তালিকা ইসরায়েলের কাছে পৌঁছানো না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।

 

হামাস তাদের পক্ষ থেকে ‘প্রযুক্তিগত সমস্যা’ এবং ‘মাঠের জটিল পরিস্থিতি’ উল্লেখ করে এই বিলম্বের কারণ ব্যাখ্যা করেছে। তারা পরে তিনজন ইসরায়েলি নারীর নাম প্রকাশ করে, যাদের রোববার মুক্তি দেওয়া হবে। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরোন স্টেনব্রিচার।

8

 

প্রথম ধাপে, হামাসের হাতে বন্দি থাকা ৩৩ জন ইসরায়েলি মুক্তি পাবে এবং বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

8

 

যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় ১৫ মাসের যুদ্ধের অবসান ঘটানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই চুক্তি কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনা শেষে কার্যকর হয়েছে।

 

যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিন স্থায়ী হবে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী এটিকে ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও জানান যে, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করবে।

8

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5