ভারতে কুম্ভমেলার ১৮ তাঁবুতে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

ভারতে কুম্ভমেলার ১৮ তাঁবুতে অগ্নিকাণ্ড

7

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি তাঁবুতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই এলাকা থেকে মেলায় আগতদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

3

 

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরই ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেক্টর ১৯-এর দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় মেলায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা।

 

6

আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং এর থেকেই তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে।

 

এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থল পরিদর্শনে সিনিয়র কর্মকতাদের পাঠিয়েছেন।

 

প্রয়াগরাজে পূর্ণকুম্ভের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ‘মহাকুম্ভ ২০২৫’ থেকে একটি পোস্ট করে অগ্নিকাণ্ডের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। মহাকুম্ভে অগ্নিকাণ্ড সকলকে স্তম্ভিত করে দিয়েছে। (পুণ্যার্থীদের) উদ্ধার এবং ত্রাণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আমরা মা গঙ্গার কাছে সকলের সুরক্ষা প্রার্থনা করছি।

3

 

1

গত ১৩ জানুয়ারি থেকে ৪৫ দিনের এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। এতে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নিয়েছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6