প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরাইল। রোববার থেকে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবরকে রীতিমত হামাসের বিজয় হিসেবে দেখছে ইরানের জনগণ।
সেই বিজয় উদযাপন করার জন্য ইরানের জনগণ দেশটির বিভিন্ন শহরে শুক্রবার জুম’আর নামাজের পর বিজয় ও আনন্দ মিছিল করেছে।
হামাস ও ইসলামিক জিহাদসহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর চাপে দখলদার ইসরাইল বাধ্য হয়ে গত বুধবার হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়। যদিও তারা দাবি করেছিল যে, গাজায় ১৫ মাস আগে শুরু হওয়া তাদের গণহত্যামূলক অভিযানে হামাসকে ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
তবে সেটা তারা অর্জন করতে পারেনি। যার ফলে গাজায় হামাসের বিজয় উদযাপন করতে ইরানিরা দেশটির রাজধানী তেহরানসহ মাজানদারানের রাজধানী সারি, পশ্চিম ইরানের ইলাম এবং উত্তর-পূর্ব ইরানের ব্রিজ্যান্ড শহরে ‘বিজয় শুক্রবার’ নামে আনন্দ মিছিল করেছে।

বুধবার কাতারি কর্মকর্তারা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে বহু মুসলিম রাস্তায় নেমে হামাস এবং ইসলামিক জিহাদের বিজয় উদযাপন করেছেন। এই দুটি গোষ্ঠীই মূলত গত ১৫ মাস ধরে গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত ভূখণ্ডটিতে ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে। সূত্র: মেহের নিউজ




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest