প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদাড়া গ্রামে ১০ জানুয়ারি ২০২৫ইং, শুক্রবার বিকাল ৪টায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে ১৫০ জন শতাধিক হতদরিদ্র অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীত উপহার (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শীত উপহার বিতরণ অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম। সঞ্চালনায় করেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল।উক্ত সভায় কোরআন তেলাওয়াত করেন হাদিউল ইসলাম শাহরিয়ার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবিকা ও সুনামগঞ্জ জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব বাবলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহিদুল ইসলাম রাজীব, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও ইতালী প্রবাসী সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক।
অর্থ সহযোগিতা করেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী কেন্দ্রীয় কমিটি’র আহ্বায়ক, ইতালী প্রবাসী সমাজ সেবক ও কমিউনিটি ব্যক্তি সজীব ইসলাম এবং ইতালী প্রবাসী সমাজ সেবক আতিকুর রহমান আতিক।
আরো বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, কেন্দ্রীয় কার্যকরি সদস্য আব্দুল মালেক, কাওছার আহমদ, ফয়ছল আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার সদস্য লিটন মিয়া, পাবেল আহমেদ, রহিম উদ্দিন, আল জাবের, সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক, জীবদাড়া গ্রামের সমাজসেবী আজমত শাহ প্রমূখ।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, সুনামগঞ্জ বিস্তীর্ণ হাওর অঞ্চল এলাকার গরীব, দুস্থ, অসহায় এবং শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী কেন্দ্রীয় কমিটি শাখা’র উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা কমিটি শাখা’র সহযোগিতায় জীবদাড়া গ্রামের এলাকার গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত ১৫০ শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম আগামীতেও সুনামগঞ্জ জেলা’র বিভিন্ন উপজেলায় চলমান থাকবে।
বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট জয়শ্রী দেব বাবলী বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় বিশেষ করে হাওর অঞ্চলের গ্রামাঞ্চলের অসহায় গরীব মানুষ শীতকালে বেশি কষ্ট পাই, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মহতী উদ্যোগে আমি সাধুবাদ জানাচ্ছি এবং শীতার্ত গরীব অসহায়দের কম্বল বিতরণে এগিয়ে আসায় আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করছি। এটা কোন অনুদান না, তাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সামান্যতম উপহার এবং ভালোবাসার বহি:প্রকাশ। আপনারা আনন্দের সাথে গ্রহণ করলে তারা সম্মানিত হবেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest