আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের ‘বোলিং’

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের ‘বোলিং’

7

স্পোর্টস ডেস্ক : চেন্নাইতে নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও পাস করতে পারেননি সাকিব আল হাসান। বার্মিংহামের পর চেন্নাইতেও তিনি তার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন, যার ফলে তাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে।

 

নিয়ম অনুযায়ী, পরপর দুইবার বোলিং পরীক্ষা ব্যর্থ হওয়ায় সাকিব এখন এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না। তবে, তিনি লাল-সবুজের জার্সিতে ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন।

8

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার (১১ জানুয়ারি) এক ঘোষণায় এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

8

 

এর আগে, ২০২১ সালে সাকিব আল হাসানকে তার বোলিং অ্যাকশনে সমস্যা থাকার কারণে নিষিদ্ধ করা হয়েছিল। তবে, তিনি পরে সেই সমস্যা সমাধান করে ফিরে আসেন। কিন্তু এবার নতুন পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশন আবারও আইসিসির নির্ধারিত মানের বাইরে ধরা পড়েছে, যার ফলে তাকে এই এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

3

 

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন পুনরায় ব্যর্থ হওয়ায় তাকে ২০২৫ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে নিষিদ্ধ করা হয়েছে।

 

এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাকিব কোন আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতে পারবেন না, তবে তাকে সঠিক বোলিং অ্যাকশন নিয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিতে এবং প্রয়োজনীয় সংস্কার করতে উৎসাহিত করা হয়েছে।

 

6

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা সাকিবের পাশে আছেন এবং তার বোলিং অ্যাকশন পুনরুদ্ধারে সাহায্য করবেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5