সিলেট রেঞ্জ পরিদর্শন করেন আনসার বাহিনীর মহাপরিচালক

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

সিলেট রেঞ্জ পরিদর্শন করেন আনসার বাহিনীর মহাপরিচালক

নিউজ ডেস্ক :: চলমান বহুমুখী সংস্কার কার্যক্রমের মাঠ পর্যায়ে প্রতিক্রিয়া ও মতামত গ্রহনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, ২৬,২৭,২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি: তারিখে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও ইউনিট পরিদর্শন করে এবং ( ২৭ তারিখ) রোজ শুক্রবার , সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বাহিনীর সকল স্তরের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন।

 

সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খান ,সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষকগন মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন।

 

এই তিন দিনের সফরে মহাপরিচালক সিলেট বিভাগের সকল স্তরের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের মাধ্যমে বাহিনীর চলমান সংস্কার, দেশের মানব নিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সংকট উত্তরণে আনসার বাহিনীর কার্যকরী ভূমিকা সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগানটিকে সামনে রেখে দেশের আর্থ সামাজিক পট পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জোরালো উদ্যোগ ও সম্ভাবনায় অনুপ্রাণিত হয়ে স্বীয় ভূমিকা পুনর্জীবিত করার জন্য বাহিনীর মহাপরিচালক নির্দেশ প্রদান করেন।

 

বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও বৈষম্যহীন কল্যাণকর কার্যক্রমের নিমিত্তে গৃহীত চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি সকলকে সাধারণ ধারণা প্রদান করেন।

 

সিলেট রেঞ্জের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মহাপরিচালক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সকল পর্যায়ের দায়বদ্ধতা ও অধীনস্তদের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণে আরো বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে ক্লাব সমুহের নীতিমালা প্রনয়ণপূর্বক স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক সচেতনতা কার্যক্রম ও পরিবেশ রক্ষায় যথাযথ ভূমিকা পালন এবং ক্লাব সদস্যদের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তরুণ সমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরো বেশি যুগোপযোগী ও অন্যান্য মন্ত্রনালয়ের স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুগোপৎ কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমকে গতিশীল ও নতুন প্রজন্মের কর্মক্ষেত্রসমূহের সাথে সম্পৃক্ত করার জন্য মহাপরিচালক দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের ট্যাক্সের টাকায় রাজস্বখাতে রবাদ্দকৃত প্রতিটি পয়সার জবাবদিহিতা ও সমাজের উন্নয়নে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে-এই বাহিনীর প্রতিটি সদস্যকে। বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে মহাপরিচালক বাহিনীর সদস্যদের আবাসনের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ প্রশিক্ষণ ও প্রশাসনিক লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। সক্ষমতা-মৌলিক অধিকার-কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদনে সকলের সহযোগিতা ও অংশগ্রহণমূলক চেতনায় উজ্জীবিত হতে মহাপরিচালক অনুপ্রেরণা প্রদানপূর্বক পরিদর্শন শেষ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন