প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪
স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির শিরোপা নির্ধারণী ম্যাচে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মাঠে নামবে রংপুর-ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঠিক আগে আগে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ব্যাটে-বলে দারুন খেলা উপহার দিয়েছেন ক্রিকেটাররা।
ফাইনালের আগের দিন সোমবার (২৩ ডিসেম্বর) সিলেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়ককে নিয়ে হয় আনুষ্ঠানিক ফটোসেশন। সংবাদ সম্মেলনে ফাইনাল নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছেন, রংপুর অধিনায়ক আকবর আলী ও ঢাকা মেট্রো অধিনায়ক নাঈম শেখ।
গ্রুপ পর্বে টানা ৭ ম্যাচ জিতে সবার আগে শেষ চার নিশ্চিত করে ঢাকা মেট্রো। অধিনায়ক নাঈম শেখ ও ফাইনালের আগে সেই ধারাবাহিকতা ধরে রাখতে বিশ্বাসী।
ফাইনালের আগে দলের প্রতি কী বার্তা দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রো অধিনায়ক বলেন, আসলে ওভাবে চিন্তা করিনি চাপ নিয়ে খেলব। দলের প্রতি মেসেজ ছিল আমরা একটা একটা করে ম্যাচ খেলব। তেমন বড় কিছু শুরুতেই প্ল্যান করিনি। এরপর যদি ফাইনাল পর্যন্ত যেতে পারি, তবে ড্রেসিংরুমে নিজেদের শান্ত রাখার চেষ্টা করব।
একই প্রশ্নের জবাবে রংপুর অধিনায়ক আকবর আলী বলেন, দলের প্রতি আমাদের বার্তাটাও একই। অবশ্যই ফাইনাল এটা। তবে সাধারণ একটা ম্যাচ হিসেবেই খেলব। কারণ যখনই ফাইনাল হিসেবে দেখব, অপ্রত্যাশিত কিছু চাপ এসে পড়বে। তাই আমরা ড্রেসিংরুম নরমাল রাখার চেষ্টা করছি।
গ্রপ পর্বে টানা ৭ ম্যাচ জিতে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচ হারে ঢাকা মেট্রো। পরবর্তীতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে ফাইনালে সেই রংপুরকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন নাঈমরা। গ্রুপ পর্বে রংপুর জিতেছিল ৫ ম্যাচ। যে ২ ম্যাচে হেরেছে, তার একটিতে প্রতিপক্ষ ছিল ঢাকা মেট্রো। পুরো টুর্নামেন্ট হিসেব করলে তৃতীয় বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন আকবর-নাঈমরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest