সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসায় বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসায় বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক : যথাযোগ্য মর্যাদার সাথে সিলেটে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

সকালে শুরুতেই সিলেট মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পরে সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

 

দিবসটি উপলক্ষ্যে ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনার। এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি ও ছাত্রশিবিরের পক্ষ থেকে নগরীতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।

 

সিলেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন