প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্ক : যথাযোগ্য মর্যাদার সাথে সিলেটে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে শুরুতেই সিলেট মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পরে সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষ্যে ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনার। এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি ও ছাত্রশিবিরের পক্ষ থেকে নগরীতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।
সিলেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest