প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :সংবিধানে ভারতীয় বলে কিছুই নেই বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার (১৪ ডিসেম্বর) সংসদে বিজেপিকে আক্রমণ করার জন্য সাভারকারের প্রসঙ্গ তুলে এমন কথা বলেন বিরোধী এই দলনেতা।
তিনি বলেন, সাভারকার বিশ্বাস করতেন যে মনুস্মৃতি দ্বারা সংবিধানকে বাতিল করা উচিত। রাহুল বলেন, `সাভারকার তাঁর লেখায় স্পষ্টভাবে বলেছেন যে আমাদের সংবিধানে ভারতীয় কিছুই নেই, যখন আপনি (বিজেপি) সংবিধান রক্ষার কথা বলেন, আপনি সাভারকারকে উপহাস করছেন, আপনি সাভারকারকে গালি দিচ্ছেন, আপনি সাভারকারকে অপমান করছেন। মহাত্মা গান্ধী জেলে গিয়েছিলেন, নেহেরুজি জেলে গিয়েছিলেন। সাভারকর ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে পাঠিয়েছিলেন।`
রাহুল বিজেপিকে আক্রমণ করে বলেন, `আমরা সংবিধান মেনে চলি। বিজেপির বই মনুস্মৃতি। আমরা প্রত্যেক গরিব মানুষকে বলতে চাই যে আপনারা সংবিধান দ্বারা সুরক্ষিত।`
গৌতম আদানিকে অযৌক্তিক সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেন রাহুল। তাঁর দাবি, এর ফলে দেশের অন্যান্য ছোট ব্যবসার ক্ষতি হচ্ছে। রাহুল বলেন, `আজ, আপনি দিল্লির বাইরে কৃষকদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছেন, আপনি তাঁদের ওপর লাঠিচার্জ করেছেন। কৃষকরা এমএসপি, একটি উপযুক্ত মূল্য দাবি করছেন। কিন্তু আপনি আদানি, আম্বানিদের লাভের সুবিধা দিচ্ছেন এবং কৃষকদের বুড়ো আঙুল কেটে দিয়েছেন।`
তবে জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, `যারা সংবিধানের কপি দোলাচ্ছেন, তাঁরা জানেন না এতে কতগুলি পাতা রয়েছে৷ এটি সংবিধানের শক্তি ছিল, যা ইন্দিরা গান্ধীকে জরুরি অবস্থার অবসান ঘটাতে বাধ্য করেছিল।`




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest