সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : গত এক সপ্তাহে সৌদি আরবজুড়ে ২০ হাজারেরও বেশি অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। গত ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য ১১,৫২৩ জন, সীমান্ত সুরক্ষা লঙ্ঘনের জন্য ৫,৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য ৩,৫৪৪ জনকে ধরা হয়েছে।

 

কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১,৫৬৯ জনকে ধরা হয়, যাদের মধ্যে ২৪ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৭৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে ৬৩ জনকে ধরা হয়। অবৈধ বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা নিয়োগের সঙ্গে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয় ১৫ জনকে।

 

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ১৩৮ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৩ হাজার ১২৮ জনের ভ্রমণ সংরক্ষণ সম্পন্ন করা প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যন্ত ৯ হাজার ২৫৪ জন আইন অমান্যকারীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যারা অবৈধ বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা অন্যান্য সহায়তা প্রদান করে বলে প্রমাণিত হবে- তারা ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন