‘কমলা একদিন প্রেসিডেন্ট হবেন’, এক যুগ আগে বলেছিলেন মল্লিকা

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

‘কমলা একদিন প্রেসিডেন্ট হবেন’, এক যুগ আগে বলেছিলেন মল্লিকা

8

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভোটযুদ্ধে লড়ছেন তামিলনাড়ুর মেয়ে কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা, জো বাইডেনের উত্তরসূরি হতে পারবেন কি না, মঙ্গলবারই তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের মানুষ। কিন্তু আজ থেকে প্রায় ১৫ বছর আগেই কমলাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনেত্রী সাফ বলেন, কমলা একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।

1

 

1

বলিউডে সাফল্য পাওয়ার পর বেশ কয়েক বছর হলিউডে ভাগ্যের সিঁকে ছেড়ার জন্য বেশ দৌড়াদৌড়ি করেছেন মল্লিকা। সেই সময় একবার কমলার সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেত্রীর। তিনি কমলার সঙ্গে দেখা করে ফেরার পর তৎকালীন টুইটারে লেখেন, দারুণ লাগলো কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে। এই নারী একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।

2

 

এটা যে সময়কার কথা, তখন কমলা ছিলেন সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এর পর কমলার চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি ছবি করেন মল্লিকা। সেটা ২০১১ সাল, ছবিটির নাম ‘পলিটিক্স অফ লাভ’। সেই মল্লিকা বলেন, আমি আমার এই ছবির চরিত্রটির জন্য অনুপ্রেরণা নিয়েছিলাম কমলা হ্যারিসকে দেখে।

 

এত বছর পর মল্লিকার কথা সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিরা না কি অনেকাংশেই কমলাকে সমর্থন করছেন। ঘরের মেয়ে বলে কথা!

 

8

অধুনা চেন্নাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তিরুভারুর জেলার একটি অখ্যাত গ্রাম নাম থুলাসেন্দ্রাপুরম। এই গ্রামেই জন্মেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলার মাতামহ পিভি গোপালন। পরে তিনি চেন্নাই চলে যান। আরও পরে ভারতীয় কূটনীতিক হিসাবে জাম্বিয়ায় চলে যান তিনি। কমলার মা শ্যামলা গোপালনের সঙ্গেও সে অর্থে এই গ্রামের কোনও নিবিড় যোগ নেই। কারণ বাবার কর্মসূত্রে বিভিন্ন দেশে ঘুরলেও এই গ্রামে সে ভাবে আর ফেরা হয়নি শ্যামলার। তবু, গ্রামের বাসিন্দারা মনে করেন কমলা তাদের ঘরের মেয়ে। এবার দেখার বিষয় মল্লিকার কমলাকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না!

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7