প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর এবার ব্যবসায়ীদের দখল থেকে সড়ক উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সোমবার সিলেট নগরের ‘সিটি সুপার মার্কেট’র ব্যবসায়ীদের দখল থেকে লালদিঘী হকার্স মার্কেটের সড়ক উদ্ধার করা হয়েছে। এসময় সড়কের উপরে নির্মিত ব্যবসায়ীদের স্থাপনা ও মালপত্র উচ্ছেদ করা হয়।
জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন মার্কেটগুলোর মধ্যে একটি হচ্ছে ‘সিটি সুপার মার্কেট’। নগরভবনের পাশেই অবস্থিত মার্কেটটির ভেতর দিয়ে লালদিঘী হকার্স মার্কেটের সড়ক গিয়েছে। দীর্ঘদিন থেকে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা সড়কটি উভয় পাশ দখল করে রেখেছিলেন। কেউ টিন দিয়ে ছাউনি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করেছেন। আবার কেউ ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে মালপত্র রেখে সড়ক দখল করেছেন।
সোমবার দুপুরে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদের দখল থেকে সড়ক উদ্ধারে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও সিসিক। অভিযানকালে সড়কের উপর অবৈধভাবে নির্মিত ছাউনি, লোহা ও স্টিল দিয়ে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে সড়কের উপর রাখা জিনিসপত্রও জব্দ করা হয়।
দিনভর অভিযানে নেতৃত্ব দেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।
বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, যেখানেই জনদুর্ভোগ সৃষ্টি হবে, সেখানেই অভিযান চলবে। সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া যাবে না। যারাই আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, হকারদের নির্ধারিত স্থানে যেতে বার বার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু তাদের অভিযোগ ছিল, তাদের জন্য বরাদ্দকৃত মাঠে যাওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা রয়েছে। তাই ক্রেতারা সেখানে যেতে চান না। তাই এ সমস্যা দূর করতে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদের দখলে থাকা সড়ক উদ্ধার করা হয়েছে।’
প্রসঙ্গত, গত রবিবার নগরের বিভিন্ন সড়কের পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest