প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভের মুখে মণিপুর ছেড়ে চলে গেছেন রাজ্যটির গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য। তিনি মূলত আসামের রাজ্যপাল, অতিরিক্ত দায়িত্ব হিসেবে মণিপুরের রাজ্যপালের দপ্তরও চালাচ্ছিলেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পরিস্থিতি এখনও উত্তপ্ত। সেখানে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চলাচ্ছিলেন লক্ষ্মণ প্রসাদ। কিন্তু চেষ্টা নিষ্ফল হওয়ায় রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন রাজ্যপাল, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় রাজ্য সরকারের ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে আসছিল। এই দাবি পূরণে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর ছাত্র এবং তাদের সমর্থকরা রাজভবন ঘেরাও করতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের ঘটনায় প্রায় ১০০ বিক্ষোভকারী শিক্ষার্থী আহত হয়।
আর সেই ঘটনার একদিন পর বুধবার (১১ সেপ্টেম্বর) মণিপুরের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রাজ্যের রাজধানী ইম্ফল ত্যাগ করেন। সংঘাতময় পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্নাতকোত্তর এবং স্নাতক স্তরের সমস্ত পরীক্ষা স্থগিত করেছে মণিপুর বিশ্ববিদ্যালয়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest