পুরোনো মামলায় ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

পুরোনো মামলায় ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে গত বছর করা একটি মামলায় নতুন অভিযোগ এনেছেন প্রসিকিউটররা। ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পালটানোর চেষ্টার মামলায় নতুন অভিযোগটি আনা হয়েছে।

 

মঙ্গলবার দেশটির স্পেশাল কাউন্সিলর জ্যাক স্মিথ নতুন অভিযোগটি আনেন।

 

গত বছর করা মামলাটিতে ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছিল। নতুন অভিযোগপত্রেও সেই চারটি অভিযোগই রয়েছে। তবে সেগুলোতে কিছু কাটছাঁট করা হয়েছে। আগের অভিযোগপত্রটি ছিল ৪৫ পৃষ্ঠার। নতুন অভিযোগপত্রটিকে ৩৬ পৃষ্ঠায় নামিয়ে আনা হয়েছে।

 

নতুন অভিযোগপত্রে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসাবে নয় বরং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী এবং একজন রাজনৈতিক নেতা হিসাবে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট রায় দিয়েছেন, প্রেসিডেন্টরা পদে থাকাকালীন কিছু কাজের জন্য বিচার থেকে মুক্ত।

 

গত ১ জুলাইয়ের ওই রায়ে আদালত ট্রাম্পকে আগের মামলাটি থেকে দায়মুক্তিও দেন। আদালত বলেছিলেন, প্রেসিডেন্ট হিসাবে সাংবিধানিক ক্ষমতাবলে তিনি এ দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন। তাই নতুন অভিযোগে যুক্তি দেওয়া হয়েছে, ট্রাম্প যখন নির্বাচনকে প্রভাবিত করার জন্য কথিত পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তখন তিনি একজন সাধারণ নাগরিক হিসাবে কাজ করেছিলেন, প্রেসিডেন্ট হিসাবে নয়।

 

এতে আরও যুক্তি তুলে ধরা হয়, নির্বাচনের ফলাফলের পর ক্ষমতা হস্তান্তরের সময় ট্রাম্পের ওপর প্রেসিডেন্ট হিসাবে কোনো সাংবিধানিক দায়িত্ব ছিল না। ফলে তার সে সময়কার সব কর্মকাণ্ডকে প্রেসিডেন্ট হিসাবে নয় বরং একজন প্রার্থীর কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করতে হবে।

 

রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগপত্র নিয়ে শুনানি শুরু করবেন। তবে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটির বিচার প্রক্রিয়া খুব বেশি এগোবে না বলেই ধারণা করা হচ্ছে।

 

ট্রাম্পের বিরুদ্ধে যে চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলো হলো- যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র, সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যান। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দিন দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। অভিযোগ রয়েছে, ট্রাম্প ওই হামলায় ইন্ধন জোগান।

 

এদিকে নতুন এ অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। বলেছেন, পুরো মামলাটি সুপ্রিমকোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। সুপ্রিমকোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন।

 

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘নতুন অভিযোগটি একটি মৃত বিষয়কে পুনরুত্থিত করার এবং নির্বাচনের আগে আমেরিকান জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা।’ তিনি তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অবিলম্বে খারিজ করার আহ্বানও জানিয়েছেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন