বিদেশি শিক্ষার্থীর সংখ্যা অর্ধেক কমালো অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪

বিদেশি শিক্ষার্থীর সংখ্যা অর্ধেক কমালো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় আগামী বছর থেকে কতজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য আসতে পারবেন সেটির একটি নির্দিষ্ট সীমা বেধে দিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ান শিক্ষামন্ত্রী জ্যাসন ক্লেয়ার মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী বছর থেকে পুরো বিশ্ব থেকে সবমিলিয়ে মাত্র ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ায় আসতে পারবেন।

 

তিনি বলেছেন, যার অর্থ কিছু বিশ্ববিদ্যালয় বেশি শিক্ষার্থী পাবে। কিছু বিশ্ববিদ্যালয় কম পাবে।” তবে কার্যকরের আগে এই পরিকল্পনাটির আইন হিসেবে পাস হতে হবে।

 

অফিসিয়াল তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ৪২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা।

 

২০২৩ অর্থবছরে অস্ট্রেলিয়ান সরকার ৫ লাখ ৭৭ হাজার শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসা দিয়েছিল। ২০২৩ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা অর্ধেক কমিয়ে দিয়েছে দেশটি।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন