প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় আসার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে আফগানিস্তান। উদযাপনের অংশ হিসেবে ছিল সামরিক কুচকাওয়াজ ও শ্রদ্ধা নিবেদন।
খবর আল জাজিরার।
তালিবানের স্বশস্ত্র দল সোভিয়েত-আমলের ট্যাংক ও আর্টিলারির টুকরো বাগরামের মধ্য দিয়ে টেনে নিয়ে যায়। স্থানটি আগে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো।
বুধবার কয়েকশ লোক কুচকাওয়াজ ও ভাষণ শুনতে জড়ো হন। চীন ও ইরানি কূটনীতিকদেরও এতে নিমন্ত্রণ জানানো হয়েছিল।
যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকার ভেঙে পড়লে ২০২১ সালের ১৫ আগস্ট তালিবান কাবুল দখলে নেয়। ক্ষমতা পরিবর্তনে অনেক নেতা পালিয়ে যান। আফগান ক্যালেন্ডার অনযায়ী বার্ষিকীটি একদিন আগে অর্থাৎ ১৪ আগস্ট উদযাপিত হয়।
তালিবান সরকারকে এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানে তালিবান নারীদের ওপর নানা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। জাতিসংঘ বিষয়টিকে ‘লিঙ্গ বর্ণবাদ’ বলছে। তালিবান সরকারকে অন্যান্য দেশের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটি বড় একটি বাধা।
কাবুলের ২০ বছর বয়সী সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বার্তাসংস্থা এএফপিকে বলেন, মেয়েদের স্বপ্নের সমাধি ঘটার তিন বছর কেটে গেছে। প্রতি বছর এই দিনের উদযাপন ভবিষ্যতের জন্য আমাদের প্রচেষ্টা, স্মৃতি ও লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে। এর অভিজ্ঞতা কিছুটা তিক্ত।
তালিবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দের বাগরামে উপস্থিত হওয়ার কথা ছিল। তার চিফ অফ স্টাফ তার বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে তিনি ‘পশ্চিমা দখলদারদের’ বিরুদ্ধে তালেবানের বিজয়ের প্রশংসা করেন।
তিনি বলেন, ইসলামি শাসন, সম্পত্তি, জনগণের জীবন ও জাতির সম্মান রক্ষা করার দায়িত্ব তালিবান সরকারের।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest