সিলেটের ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪

সিলেটের ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : তারা সব পারে- সিলেটের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণকারীদের ব্যাপারে এমন মন্তব্য করলেন একজন পথচারী।

 

আজ বুধবার (৭ আগস্ট) নগরীর ব্যস্ততম চৌহাট্টা পয়েন্ট অতিক্রমকালে এমন মন্তব্য করেন তিনি।

 

শুধু তিনিই নন, এমন মন্তব্য দেশের আপামর জনসাধারণের। কারণ, গত শুক্রবার শেখ হাসিনার সরকারের পতনের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর কার্যত গত দুইদিন ধরে দেশে কোনো সরকার নেই। স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীন পুলিশ প্রশাসনও মাঠে নেই। নেই ট্রাফিকও।

 

অথচ প্রায় প্রতিদিনই সিলেটের রাজপথে বাড়ছে যানবাহন ও জনসংখ্যা। এ অবস্থায় জনগনের স্বস্তি ও যাতায়াত স্বাভাবিক রাখতে আনসার বাহিনীর সাথে সাথে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী শিক্ষার্থীরা।

 

তারা মঙ্গলবার ও আজ বুধবার সিলেট মহানগরীর প্রায় সব পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ করছে। বাঁশি বাজিয়ে যানবাহনের পথ করে দিচ্ছে। কখনো থামাচ্ছে, কখনোবা চলার নির্দেশনা দিচ্ছে। নড়ছে তাদের হাতগুলো।

 

বুধবার বিকেল ৪টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ছাত্রীও আছে। শুধু চৌহাট্টাই নয়, আম্বরখানা, জিন্দাবাজার, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, নাগরি চত্ত্বর, লামাবাজার, রিকাবিবাজার, বন্দরবাজার, সুবহানীঘাট, উপশহর পয়েন্টসহ নগরীর সব পয়েন্টেই তারা ট্রাফিক নিয়ন্ত্রণে চমৎকার সাফল্য দেখিয়ে যাচ্ছে।

 

তাদের এমন তৎপরতায় সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন সিলেট সিটি করর্পোরেশনের কয়েকজন কাউন্সিলর। দুপুরের দিকে তারা বিভিন্ন পয়েন্টে দায়িত্বপালনরত শিক্ষার্থী ও আনসার সদস্যদের হাতে কোমলপানীয় ও জুস তুলে দিয়েছেন।

 

শিক্ষার্থীদের এমন তৎপরতায় মুগ্ধ আরেক পথচারী দক্ষিণ সুরমার আব্দুল কুদ্দুস (৫৫) কিনব্রিজ মোড়ে এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, এদেশের সব অর্জন এসেছে শিক্ষার্থীদের হাতধরে। এবারও তারা সফল হয়েছে। এখন কি সুন্দর ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন