৪ কোটি টাকার অস্ট্রেলিয়া সফরে জয়-আফিফরা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪

৪ কোটি টাকার অস্ট্রেলিয়া সফরে জয়-আফিফরা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের সভা শেষে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলে হাইপারফরম্যান্স দলের ব্যয়বহুল অস্ট্রেলিয়া সফরের কথা। মাসব্যাপী এই সফরের খরচ চোখ কপালে ওঠার মতো।

 

০২ জুলাই থেকে বিসিবি সভাপতি বলেছেন, ‘ডারউনে হাইপারফরম্যান্স দল সফর করছে। ১৪ জুলাই থেকে ১৯ আগস্ট, এটি একটি লম্বা সফর এবং খুবই ব্যয়বহুল সফর। আমার জানামতে বোর্ডের অন্যতম একটি ব্যয়বহুল সফর।’

 

৩৬ দিনের এই সফরে ঠিক কত টাকা খরচ হচ্ছে বোর্ডের? ৪ কোটি ২০ লাখ ১৩ হাজার ৮৬০ টাকা খরচ ধরা হয়েচে এই সফরের জন্য। এই সফরের নথি পর্যালোচনা করে রাইজিংবিডি এর সত্যতা নিশ্চিত হয়েছে।

 

তবে বাংলাদেশ জাতীয় পুরুষ দল ও নারী ক্রিকেট দলের বিভিন্ন সফরের নথি পর্যালোচনা করে দেখা গেছে এইচপির তুলনায় খরচের অঙ্ক অনেক কম।

অস্ট্রেলিয়া সফরে জয়-আফিফরা

২০২২ সালের বাংলাদেশ দলের আরব আমিরাত সফরে খরচ হয় ১ কোটি ৫১ লাখ টাকা। একই বছর এশিয়া কাপে খরচ হয় ৩ কোটি ২৭ লাখ টাকা। নারী দলের এবারের এশিয়া কাপের খরচ ধরা হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা। এ ছাড়া জাতীয় দলের বিভিন্ন দ্বিপাক্ষিক সফরের খরচ থাকে ২ থেকে ৩ কোটি টাকার মধ্যে।

 

জাতীয় দলের বাইরে ‘এ’ দলের একটি সিরিজে কাছাকাছি অঙ্কের খরচ হয়েছিল বিসিবির। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশ সফরে বিসিবির খরচ ৩ কোটি ৮৬ লাখ টাকা।

 

ক্রিকেটারদের পাইপলাইন উন্নয়নে দুহাত ভরে খরচ করছে বিসিবি। এইচপির এই সফরসহ দলটির প্রস্তুতির জন্য চলতি বছরে বাজেট ধরা হয়েছে ১০ কোটি ১৭ লাখ ৭২ হাজার টাকা। তার মাঝে অস্ট্রেলিয়া সফরে খরচ প্রায় সাড়ে ৪ কোটি। বাকি অর্থ ব্যয় হবে প্রস্তুতি ক্যাম্পসহ আনুসাঙ্গিক কাজে।

 

শুধু এইচপি নয়, জাতীয় দলের ছায়া দল হিসেবে খ্যাত বাংলাদেশ টাইগার্স ক্যাম্পেও খরচ হয়েছে কোটি টাকার বেশি। চলতি বছর চট্টগ্রামে ৪ সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্য বিসিবির খরচ হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা।

 

এদিকে আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ এইচপি দল। মাসব্যাপী এই সফরে দুটি চারদিনের ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং ৬-৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এইচপি। প্রতিপক্ষ অন্য দলগুলো হলো পাকিস্তান ‘এ’, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরি একাদশ ও বিগ ব্যাশের ৫টি ফ্র্যাঞ্চাইজি।

 

১৯ ও ২৬ জুলাই দুটি চার দিনের ম্যাচ হবে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ১ ও ৬ আগস্ট পাকিস্তান ‘এ’ ও অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি একাদশের বিপক্ষে হবে দুটি ওয়ানডে। ৯ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে টি-টোয়েন্টি ম্যাচ।

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন