প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার ইসরাইলের হাতে ‘মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট’ বলে মন্তব্য করেছেন তিনি।
ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরদোগান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনও ইসরাইল গণহত্যা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরাইলের হাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত হচ্ছে।’
গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরাইল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরাইলকে সতর্ক করে এরদোগান বলেন, ‘তারা লেবাননকেও (যুদ্ধের) হুমকি দিচ্ছে। এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরাইলকে সরে আসতে হবে।’
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন এরদোগান। সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের সম্ভাবনা নিয়ে এরদোগান বলেন, ‘বাশার আল আসাদ (সিরিয়ার প্রেসিডেন্ট) তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ নিলেই আমরা সাড়া দেব। আমরা তুরস্ক-সিরিয়া সম্পর্ককে আগের অবস্থানে দেখতে চাই।’
এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের বিষয়ে জোর দিয়ে এরদোগান যোগ করেন, ‘ইরান আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশি, তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আশা করি, নতুন সময়ে তুর্কি-ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest