ইমরান খানের পর যে কৃর্তী গড়লেন রোহিত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

ইমরান খানের পর যে কৃর্তী গড়লেন রোহিত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়কের নেতৃত্বে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন হয় ভারত।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী প্রবীণতম অধিনায়ক রোহিত শর্ম। তিনি ৩৭ বছর বয়সে ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেন। এর আগে আর কোনও অধিনায়ক এত বয়সে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিতে পারেননি।

 

তবে সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে রোহিত হলেন বিশ্বের দ্বিতীয় প্রবীণতম অধিনায়ক। ১৯৯২ সালে ৩৯ বছর বয়সে অধিনায়ক হিসাবে পাকিস্তানকে ওয়ানডে বিশ্বকাপ উপহার দেন ইমরান খান।

 

ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। বেশ কিছু মামলার কারণে তিনি এখন কারাগারে আছেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন