অনাহারে-অর্ধাহারে দিন কাটছে, তবুও সরকারি ত্রাণ থেকে বঞ্চিত

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪

অনাহারে-অর্ধাহারে দিন কাটছে, তবুও সরকারি ত্রাণ থেকে বঞ্চিত

নিউজ ডেস্ক : স্বামীহারা সমুরতা বেগম। বয়সের ভারে শরীরে বিচরণ করছে বিভিন্ন রোগবালাই। ৫ সদস্যের পরিবার নিয়ে কোনো রকম করছিলেন দিনপার। দিন আনে দিন খাওয়া সমুরতা বেগমের পরিবারের যখন এই অবস্থা তখন দেখা দিলো বন্যা। পানিতে ভেসে গেছে ঘরের সবকিছু। এ যেন মরার উপর খড়ার ঘাঁ। বন্যায় ক্ষতিগ্রস্থ হলেও খোঁজ নেননি কোনো জনপ্রতিনিধি। তাই আক্ষেপ নিয়ে বললেন আর কতো অসহায় হলে ত্রান পাওয়ার যোগ্য হব।

 

শুধু কোম্পানীগঞ্জ উপজেলার ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের সমুরতা বেগমের নয়।

 

বন্যায় ক্ষতিগ্রস্থ পূর্ব কলাবাড়ীর আব্দুল জলিল ও বাবুল মিয়া জানান, তাদের ঘরে ছোট ছোট বাচ্চা। খুবই কষ্টে দিনাতিপাত করছেন। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। সরকারি ত্রান থেকে আমাদের বঞ্চিত করা হয়। অথচ মুখ চেয়ে চেয়ে সচ্ছলদের মধ্যে বিতরণ করা হয়েছে সরকারি ত্রান সামগ্রী।

 

জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।

 

উত্তর রাজনগর গ্রামের সমুরতা বেগম বলেন, আমার ৫ সদস্যের পরিবার। দীর্ঘদিন দিন ধরে অসুখে ভুগছি।। এবারের বন্যায় আমার ঘরে ছিল কোমরপানি। বন্যার পানিতে ভেসে যায় ঘরের সবকিছু। কিন্তু এখন পর্যন্ত কেউ আমার খোঁজ নেয়নি। ৩ দিন উত্তর রাজনগর মেগারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ছিলাম। এখন বাড়ি ফিরলেও বন্যার ক্ষত শুকায় নি। ঘরের সব বেড়া ভেঙ্গে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার আমার পরিবারকে ত্রান না দিয়ে আমার চেয়ে অনেক কম ক্ষতিগ্রস্থ তাদের এমন স্বজনদের মধ্যে ত্রান বিতরণ করেছেন।

 

একই অভিযোগ পুরান মেঘারগাঁও গ্রামের হতদরিদ্র রুবিনা বেগমের।

 

বঞ্চিতদের অভিযোগ-মেম্বার, চেয়ারম্যানরা দেখে দেখে তাদের নিজস্ব মানুষকে ত্রান দিচ্ছেন। যারা যোগ্য তারা অনেকেই বাদ পড়েছে। তারা খুব মানবেতর জীবন যাপন করছেন।

 

এব্যাপারে ইসলামপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আলমগীর আলম ও ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম (চেরাগ আলী) অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রান বিতরণে অভিযোগ থাকবেই। ত্রান অপ্রতুল সবাইকে তো আর দেওয়া যায় না। যারা পাওয়ার যোগ্য ও ক্ষতিগ্রস্থ দেখে দেখে তাদেরকেই দেওয়া হয়েছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন