প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪
অনলাইন ডেস্ক : ‘তোমাদের নিয়ে অনেক কথা শুনি। কিন্তু তোমাদের বলার সাহস আমাদের নেই! ইজ্জত থাকবে না আমাদের! অনেক কথা সিলেট শহরে শুনি, সিলেট শহরে হাঁটতে পারি না।’
গত সোমবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় সিলেট ও সুনামগঞ্জের ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি চোরাচালান-ছিনতাইসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে সিলেট ছাত্রলীগ।
গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে দলের স্থানীয় নেতাদের। পরে হাইকমান্ডকে তারা বিষয়টি অবগত করেন। অসহায় হয়ে চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপও চান তারা। এবার এসব অভিযোগ সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সামনে ক্ষোভ ঝাড়লেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি।চলমান বন্যা পরিস্থিতিতে সিলেট-সুনামগঞ্জ সফরে এসেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন। তাদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এই মতবিনিময় সভা হয়।
ছাত্রলীগ নেতাদের নানা অপকর্মে ক্ষুব্ধ মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘ছাত্রলীগ আমাদের ছোট ভাই, আমরাও তো ছাত্রলীগ করেছি। দীর্ঘ ৫৫ বছর রাজনীতিতে হয়েছে। ছাত্রলীগ করেই এখানে এসেছি। আমরা কোনো বদনামের মধ্য দিয়ে চলি নাই। আমি আশা করি, আমাদের নেতা জাহাঙ্গীর কবির নানক যেভাবে বুঝিয়ে বলেছেন, আমাদের সময় শেষ।
আমরা এখন তোমাদের হাতে সমজিয়ে দিতে চাই। তোমাদেরকে উপযুক্ত হতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।’ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আমি বোঝাতে পারি না। এইটা আমার ব্যর্থতা। সভাপতি হিসেবে আমি চেষ্টা করি, সবাইকে নিয়ে শক্তিশালী আওয়ামী লীগ করার জন্য।
গ্রুপ গ্রুপ নেতা নিয়ে আমি রাজনীতি করি না। সবাইকে নিয়ে রাজনীতি করি আমি। সবাই (কেন্দ্রীয় নেতারা) যে বক্তব্য দিয়েছেন, তোমরা কে কতটুকু বুঝতে পেরেছ জানি না। তবে রাতে বালিশে মাথা রেখে যদি চিন্তা করো বুঝতে পারবে। জাহাঙ্গীর কবির নানক যে বক্তব্য দিয়েছেন এটা আমাদের সিলেটের জন্য যুগান্তকারী বক্তৃতা।
আমাদের চলার পাথেয়।’আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের সামনে কিন্তু খুব সোজা দিন নয়। অন্যরা আমাদের জন্য চুপ করে বসে আছে, কঠিন দিন দেখার জন্য। এই কঠিন দিনকে মোকাবিলা করতে হবে। আমরাও কিন্তু আমাদের সঠিক পথে চললে ভালোভাবে চললে জনগণের আস্থা যদি আমরা অর্জন যদি না করতে পারি, তাহলে এই রাজনীতি আমরা কত দিন করতে পারব আমার মনে হয় না। যা-ই হোক, তোমরা আমার ছোট ভাই। তোমাদের আমি শাসন করতে পারি আর করিও। সুতরাং আমার কথায় কেউ মন খারাপ করার কোনো কারণ নাই।
তোমাদের ভবিষ্যতের জন্যই বলছি।’মাসুক উদ্দিন আহমদ আরও বলেন, ‘আজ প্রায় ১৬ বছর জননেত্রী শেখ হাসিনা একা দেশ চালাচ্ছেন। কোনো প্রশ্ন নাই। দেশে-বিদেশে উনি সম্মানিত। এসব দেখলে আমাদের মন বড় হয়ে যায়। আমাদের নেত্রী নিজেই সম্মানিত হন। সুতরাং আমরা যদি আমাদের নেত্রীকে এখানে আমাদের দেশে যদি আমরা ওনার কথামতো চলতে না পারি, উনি যে রূপরেখা দিয়ে থাকেন, সেটা যদি করতে না পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সুতরাং আমার অনুরোধ তোমাদের প্রতি, আজ থেকে আমরা অন্ততপক্ষে, ঠুকঠাক ভুলত্রুটি সবারই থাকতে পারে, আমারও আছে। আমরা সবাইকে নিয়ে বসব, চলার ব্যবস্থা করব।’
মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest