ওসমানীনগরে স্ত্রীকে কুপিয়ে নিজের প্রাণ নিলেন স্বামী

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

ওসমানীনগরে স্ত্রীকে কুপিয়ে নিজের প্রাণ নিলেন স্বামী

1

অনলাইন ডেস্ক : সিলেটের ওসমানীনগরে স্ত্রীকে কুপিয়ে আহত করে নিজেই নিজের গলায় ও পেটে কুপিয়ে আত্মহত্যা করেছেন ছায়াদ মিয়া (৫২) নামের এক মানসিক ভারসাম্যহীন স্বামী। মঙ্গলবার (২৫ জুন) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

 

2

ছায়াদ মিয়া একই উপজেলার জহিরপুর গ্রামের মৃত শেখ আব্দুস ছাত্তার ওরফে ছাত্তার মেম্বারের পুত্র। তিনি কামারগাঁও গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। গত এক বছর যাবত তিনি মানষিক রোগে ভোগছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক।

3

 

6

জানা যায়, ওসমানীনগর উপজেলার কামারগাঁও গ্রামে শশুর বাড়িতে ১ বছর যাবৎ বসবাস করে আসছিলেন একই উপজেলার জহিরপুর গ্রামের মৃত শেখ আব্দুস ছাত্তার ওরফে ছাত্তার মেম্বারের পুত্র মানসিক ভারসাম্যহীন ছায়াদ মিয়া। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে বটি দা দিয়ে তিনি তার স্ত্রী ৩ কন্যা সন্তানের জননী শাহনাজ আক্তার পলিকে (৩৫) কানে এবং পেটে কুপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে ছায়াদ মিয়া নিজেই বটি দা দিয়ে নিজের পেটে এবং গলায় অঅঘাত করে মৃত্যুবরণ করে।

 

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম শাহনাজ আক্তার পলিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শাহনাজ আক্তার পলি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া লাশের সুরতহাল শেষে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

1

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, ঘটনায় ব্যবহৃত বটি দা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ বিষয়ে ভিকটিমের পরিবার বা তাদের পক্ষে কেউ কোন অভিযোগ দায়ের করেন নাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4