সিলেট জামাত-শিবিরও আ.লীগের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক মামলা : গ্রেফতার ২৭ জন

প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

সিলেট জামাত-শিবিরও আ.লীগের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক মামলা : গ্রেফতার ২৭ জন

4

অনলাইন ডেস্ক : সিলেট নগরীর রায়নগর পয়েন্টে জামাত-শিবির ও আওয়ামীলীগের সংঘর্ষকে কেন্দ্র করে শাহপরান (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের পুলিশ বাদী হয়ে পৃথক মামলা। এযাবৎ গ্রেফতার ২৭ জন।

 

3

গত সোমবার সিলেট নগরীর রায়নগর পয়েন্টে জামাত-শিবির ও সরকার দল আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘটিত সংঘর্ষে তারেক আহমদ (২৭) নামক এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়। নিহত তারেক আহমদ হলেন, সিলেট জেলার বিয়ানীবাজার থানার বাগবাড়ী গ্রামের রফিক উদ্দিনের ছেলে। হত্যার দায়ে নিহতের ভাই মাজেদ আহমদ বাদী হয়ে শাহপরান (রহ:) থানায় ৭ জন ব্যক্তির নাম উল্লেখ করে এবং আরো ১০/১২ জন অজ্ঞাত আসামী উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার থানার মামলা নং-১০, তারিখ-০২/০৮/২০২৩ইং, জি.আর.নং-১৪৭।

 

6

হত্যা মামলায় জড়িত আসামীদের নাম ১ । নাজিম উদ্দিন (৩০), পিতা-মৃত আলাউদ্দিন, সাকিন-হেতিমগঞ্জ, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২। শরিফ আহমদ (২৫), পিতা-আব্দুর রহিম, সাকিন-খাদিমপাড়া, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেট, ৩। আবু জাফর (৩৫), পিতা-আব্দুল জব্বার, সাকিন-চারাবই, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, ৪। মুফেদ আহমদ চৌধুরী (৩৫), পিতা-মৃত মো: আব্দুল মজিদ চৌধুরী, সাকিন-কাদিমলিক, থানা- বিয়ানীবাজার, জেলা-সিলেট, ৫। জলিল (৪৫), পিতা-মৃত হাছিব আলী, সাকিন-পশ্চিমভাগ আবাসিক এলাকা, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৬। বদরুল ইসলাম @ কানা বদরুল (২৪), পিতা-মৃত হাজী আছদ্দর আলী, সাকিন-খাদিমপাড়া, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট, ৭। দেলোয়ার হোসেন খান (৩২), পিতা-মখলিছুর রহমান খান, সাকিন-চন্ডিপুল, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। এছাড়া শাহপরান থানার এস আই মানিক মিয়া বাদী হয়ে ৩২ জন ব্যক্তির নাম উল্লেখ করে এবং আরো ৫০/৬০ জন অজ্ঞাত দেখিয়ে পৃথক একটি মামলা দায়ের করেন। যাহা থানার মামলা নং-০৮, তারিখ-০১/০৮/২০২৩ জি.আর.নং-১৪৫ হিসাবে রুজু হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জড়িত এবং অজ্ঞাত মিলিয়ে এযাবৎ সর্বমোট ২৭ জনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত হওয়া গেছে। শাহপরান (রহ:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান উভয় মামলায় জড়িত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

4

 

3

ঘটনার সাথে জড়িত কোন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। এদিকে নিহত তারেক আহমদের মরদেহ তার ভাই মাজেদ আহমদ সনাক্ত করার পর শাহপরান (রহ:) থানার পুলিশ উপ-পরিদর্শক শরিফুজ্জামান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করত: ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকার সময় নিহতের পারিবারিক কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন হয়। নিহতের ভাই মাজেদ আহমদ জানান তার ভাইকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী করেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8