সিলেট আওয়ামীলীগ ও জামাত-শিবিরের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত ১ আহত ১৩

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

সিলেট আওয়ামীলীগ ও জামাত-শিবিরের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত ১ আহত ১৩

অনলাইন ডেস্ক : গতকাল সোমবার সিলেট নগরীর রায়নগর এলাকায় সরকার দল আওয়ামীলীগ ও সরকার বিরোধী দল জামাত-শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধীদল জামাত-শিবির তাদের দলকে সমর্থন করার প্রতি সাধারণ জনমনে সাড়া জাগানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

 

এরই অংশ হিসাবে গতকাল সোমবার নগরীর টিলাগড় পয়েন্ট হইতে জামাত-শিবিরের নেতাকর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে এক বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্ট এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রায়নগর পয়েন্টে পৌঁছামাত্র স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের মিছিলে বাঁধা আরোপ করিলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

 

ঘটনাস্থলে লাঠিসোটা সহ দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তখন জামাত- শিবিরের কর্মীদের অতিরিক্ত আঘাতের ফলে তারেক আহমদ নামক এক যুবলীগ কর্মীর মৃত্যু হয় এবং উভয়পক্ষের প্রায় ১৩ জন কর্মী আহত হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংখাজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় তখন স্থানীয় ব্যবসায়ীরা ভয়ে আতংকে দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। স্থানীয় এক ব্যবসায়ী জানান গতকাল পুরো রায়নগর রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়াল শেল নিক্ষেপ করে প্রায় ১ ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

 

নিহত তারেক আহমদ (২৭) এর খোঁজখবর নিয়ে জানা যায় তিনি সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন বাগবাড়ী গ্রামের রফিক উদ্দিনের ছেলে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে এযাবৎ ১৭ জন জামাত-শিবির কর্মীদের আটক করেছে বলে জানা যায়। শাহপরান (রহ:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বর্তমানে রায়নগর পয়েন্ট সংলগ্ন এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রনে আছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন