দিরাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক সংঘের মহান মে দিবস পালন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মে ২, ২০২৪

দিরাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক সংঘের মহান মে দিবস পালন

দিরাই প্রতিনিধি : বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (পহেলা মে) সকালে দিরাই পৌর শহরস্থ সংগঠনের কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১০টায় বিশাল র‌্যালিসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অত্র শ্রমিক সংগঠনের সভাপতি মুরাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রাননাথ নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ মো: সেলিম মিয়া, শ্রমিক নেতা মো: মুজাহিদ মিয়া, আবু বক্কর মিয়া, মুহিবুর মিয়া, লাফার্জ হোলসিম বাংলাদেশ লি: এর প্রতিনিধি মো: নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন, মো: আকামত মিয়া, সাজু আহমদ, ধন মিয়া, শাহিদ আলী, মো: তাহিদ মিয়া, রানু দাশ, তারামিয়া, মো: জিয়াউর রহমান, দিব্যময় নাথ, লিটন দাস, এমরান মিয়া, নিপেশ, মাজেদ মিয়াসহ অনেকেই। আলোচনাসভা শেষে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন আন্দোলনে শহীদ শ্রমিকসহ সকল নিহত শ্রমিকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন