প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের ক্রুজেইরো ও স্পেনের ভায়াদোলিদ দুটি ক্লাবের মালিকানা ছিল ব্রাজিল কিংবদন্তি রোনালদোর। গতকাল সোমবার ক্রুজেইরোর মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী তারকা।
১৯৯৩ সালে যে ক্লাবে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই ক্রুজেইরোকে ২০২১ সালে কেনেন রোনালদো। ঋণের দায়ে জর্জরিত ক্লাবটিকে প্রায় ৮৫৬ কোটি টাকায় কেনেন। তিন বছর পর প্রায় ১২৮৪ কোটি টাকায় ক্লাবটিকে বিক্রি করার ঘোষণা দিলেন রোনালদো। এতে তার লাভ হয়েছে প্রায় ৪২৮ কোটি টাকা লাভ হলেও সমালোচনায় ছেড়ে দিতে বাধ্য হন রোনালদো।
সোমবার এক সংবাদ সম্মেলনে ক্লাব বিক্রির ঘোষণা দিতে গিয়ে সমর্থকদের প্রসঙ্গ টেনেছেন রোনালদো, ‘কেউ কেউ আমার বিরুদ্ধে বাড়িয়ে বাড়িয়ে এমন সব কথা বলেছে, যেগুলো আমার জন্য প্রাসঙ্গিক নয়। আমি জানি বেশির ভাগ সমর্থকই আমার ও আমার দলের কাছে কৃতজ্ঞ। আমরা তো ক্রুজেইরোকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে ফিরিয়েছি। আমার লক্ষ্য পূরণ হয়েছে। ক্রুজেইরোকে ফিরিয়ে এনে সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে ফিরিয়ে দেওয়া-এমনটাই তো ভাবনা ছিল।’
রোনালদো একই সময়ে জানান ভায়াদোলিদও বিক্রি করে দেবেন তিনি। ২০১৮ সালে স্প্যানিশ ক্লাবটি ৫১ ভাগ শেয়ার কিনে নিয়েছিলেন রোনালদো। ৪৭ বছর বয়সী রোনালদো ভায়াদোলিদকে নিয়ে ওঠা প্রশ্নে সরাসরিই উত্তর দিয়েছেন, ‘আমি সংক্ষেপেই উত্তর দিচ্ছি, এরপরই ভায়াদোলিদ। আমি কিছু সময় বিশ্রাম নেব।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest